মাস্ক না পড়ে জরিমানা দিতে হল অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি আ্যাবটকে
মাস্ক না পড়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার কারণে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি আ্যাবটকে জরিমানা পরিশোধ করতে হলো ৫০০ অস্ট্রেলীয় ডলার। গত ৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে তিনি সমুদ্র সৈকতে ঘুরতে যান। সেখানে তিনি ছাড়া আরো অনেকেই ছিলেন। সবার পরনেই মাস্ক ছিল। কিন্তু তিনি মাস্ক ছাড়াই বন্ধুর সাথে কথা বলছিলেন এই ছবি কেউ একজন পুলিশের কাছে দিয়ে দেন ও পুলিশ তাকে জরিমানা করে।
তিনি বলেন, তিনি স্বাস্থ্যবিধি মেনেই দুরত্ব বাজায় রেখেছেন তবে তিনি পুলিশের সময় নষ্ট করতে চান না। পরে তিনি জরিমানা পরিশোধ করে দেন।একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় টনি মাস্ক ছাড়াই কথা বলছিলেন।
When someone writes an piece of writing he/she keeps the plan of a user in his/her brain that how a
user can be aware of it. Therefore that’s why this
post is amazing. Thanks!