অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। অ্যাসাইনমেন্ট কভার পেজ লেখার নিয়ম।

অ্যাসাইনমেন্ট কি?
অ্যাসাইনমেন্ট কি এবং অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কি? অ্যাসাইনমেন্ট মুলত একটি গবেষণা পত্র বা কার্য্য পত্র। কোন নির্দিষ্ট বিষয়ের উপর পাঠ্যবিষয়ক ও পারিপার্শ্বিক অনুসন্ধানের মাধ্যমে যুক্তি নির্ভর বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে ফলাফল যাচাই ও উপাস্থাপন করার কার্য্যক্রম বা কার্য্য পত্র কেই অ্যাসাইনমেন্ট বা এসাইনমেন্ট বলে। অ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ যা দেওয়া হয় মূলত পড়াশোনার অংশ হিসেবে। অ্যাসাইনমেন্টের সাথে লিখিত কাজ এবং ব্যবহারিক কাজও জড়িত।
শিক্ষা জীবনে অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু অনেকেই আছেন যারা জানেন না অ্যাসাইনমেন্ট কি এবং অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কি? আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন অ্যাসাইনমেন্ট কাকে বলে এবং সঠিক উপায়ে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম
অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমে আপনার প্রথম পেজ টা পূরণ করতে হবে। যেখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে সব ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে।
- একটি কভার পেজ থাকবে, পেজটি ফর্মাল ডিজাইনের হলে ভাল হয়।
- কভার পেজে সাবজেক্ট অনুযায়ী একটি লোগো থাকবে।
- কভার পেজে উপরের দিকে বড় স্পষ্ট বিষয় লেখা থাকবে, এটি অর্ধচন্দ্রাকৃতির হলে ভাল দেখাবে তবে সাধারন সোজা হলে কোন সমস্যা নাই।
- নিচের দিকে নাম, শ্রেণী রোল, বইয়ের নাম ইত্যাদি থাকবে।
- এসাইনমেন্ট এর লাস্টে একটি ফাকা সাদা পেজ থাকবে।
- আদর্শ এসাইনমেন্ট বিশেষ পলিপ্লাস্টিক মলাট দ্বারা বাধায় করতে হয়। (তবে ছাত্রছাত্রীদের এই বিষয়টি বাধ্যতামূলক নয়, পরে নির্দেশনা দেওয়া হবে এই বিষয়ে)
- এসাইনমেন্ট এর ভেতরের লেখার পেজে যথেস্ট মার্জিন থাকতে হবে।
- আদর্শ এসাইনমেন্ট একটি পেজের শুধু উপরে সাইট বা ডান সাইটে লিখতে হয়, বা পাশে লেখা ঠিক নয়, তবে লিখলে অসুবিধাও নাই।
- কোন একক বিষয়ে এসাইনমেন্ট ছোট লিখলেও ৭-৮ পৃষ্ঠার বেশি লিখতে হয়। আর আদর্শ এসাইনমেন্ট আরও বড় ২০-৫০ পেজও হতে পারে। তবে ছাত্রছাত্রীদের সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে অযথা বড় করা ঠিক নয় তবে বিভিন্ন প্রশ্ন টপিক বড় ব্যাখ্যায় লিখতে হবে।
- এসাইনমেন্ট সাধারনত স্টাইলিশ অক্ষরে লিখতে নাই, তাই স্পষ্ট ও সকল অক্ষরের যথাযথ সাইজ রাখার বিষয়ে খেয়াল করতে হবে।
- এসাইনমেন্ট এর তথ্যের উৎস যেকোন কিছু হতে পারে যেমন, বই, গল্পের বই, উপান্যাস, কাব্যগ্রন্থ, ইন্টারনেট ইত্যাদি হতে পারে কোন সমস্যা নাই, তবে হুবুহ কপি করা যাবেনা। উৎস পড়ে যা বুঝবেন সেটিই লিখতে হবে।
- উপদেশ মুলক বানী কোন ব্যক্তি বা লেখকের কথা এখার সময় ডাবল কোটেশনে লিখতে হয়।
- এসাইনমেন্ট কাগজের এক পাশে লিখতে হবে। অর্থাৎ বইয়ের মত মেলালে লেখা শুধু ডান পাশে থাকবে। বাম পাশে থাকবেনা। মানে পৃষ্ঠার তলার পাশে লেখা যাবেনা।
- বড় বড় ক্ষেত্রে এসাইনমেন্ট হাতে লিখে মডেল তৈরি করে পরে হুবু সেটা টাইপ করে প্রিন্ট করে বাধাই করে জমা দিতে হয়। কিন্তু এখানে যেহেতু ছাত্রছাত্রীদের পরিক্ষার বিকল্প তাই নির্দেশ দেওয়া হয়েছে যে, ছাত্র ছাত্রীকে নিজ হাতে কাল বলপয়েন্ট দিয়া লিখতে হবে। অর্থাৎ প্রিন্ট করা যাবেনা
- নিজে নিজে খুজে বের করে লিখবেন।অন্য কেউ লিখে দিতে পারবেনা।


অ্যাসাইনমেন্ট তৈরির উপকরণ
একটি সুন্দর, বাস্তব নির্ভর বা ভালো অ্যাসাইনমেন্ট তৈরির জন্য নিম্নোক্ত উপকরণ সংগে থাকা আবশ্যক।
- ১. এ৪ সাইজের কিছু সাদা কাগজ।
- ২. কালো বলপয়েন্ট বা কলম।
- ৩. সবুজ রঙের মার্কার কলম।
- ৪. একটি রুলার বা স্কেল।
- ৫. বিষয় নির্ভর মূল বই।
- ৬. বিষয় নির্ভর গাইড, পত্রিকা বা তথ্যাদি।
- ৭. ইন্টারনেট সংযোগকৃত মোবাইল বা কম্পিউটার।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়মের ক্ষেত্রে লক্ষনীয় বিষয়
অ্যাসাইনমেন্ট তৈরির আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নটি ভালো করে পড়তে হবে। অন্য কারোটা দেখে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা উচিত নয়। কারণ একটি অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীর বুদ্ধিমত্তা, নিজস্ব চিন্তাচেতনার প্রকাশ ঘটে। কারোটা দেখে দেখে লিখলে তার সৃজনশীলতা বাধাপ্রাপ্ত হয়। এতে তার নিজস্ব মতামত প্রকাশে সমস্যা দেখা দেয়।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম জেনে তা নিজে লিখলে তার আত্নবিশ্বাস ও বাড়বে। কারণ শিক্ষক যখন অ্যাসাইনমেন্ট চেক করে দিবেন তখন সে তার চিন্তাচেতনার মূল্যায়ন করতে পারবে। অন্যকে নকল করে লিখলে যা সম্ভব নয়। অ্যাসাইনমেন্ট লিখতে হবে স্পষ্ট অক্ষরে।
আরও পড়ুনঃ
অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম নিয়ে শেষ কথা
অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো। লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের (এসএসসি ও এইচএসসি/সমমান শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রদত্ত প্রদত্ত কভার পেজ ব্যবহার করতে হবে। সুনির্দিষ্ট ভাবে অ্যাসাইনমেন্ট শেষ করা।সম্পূর্ণ বিষয়বস্তুু পাঠকের বোধগম্য করে গুছিয়ে লিখা।সর্বোপরি অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুু গুছানো এবং পাঠকের বোধগম্য করে সাজিয়ে লিখবে।