ম্যানিকে মাগে হিতে বাংলা লিরিক্স – ইহানি
হিপ অ্যান্ড হ্যাপেনিং’ ইয়োহানির কেরিয়ারের শুরুটা হয়েছিল ইউটিউবার হিসেবে। তারপর একে একে কেরিয়ারের মাইলস্টোনগুলি ছুঁয়েছেন ডি’ সিলভা। একাধারে গায়িকা, লিরিসিস্ট, সঙ্গীত প্রযোজক এবং ব্যবসায়ী তিনি। পাশাপাশি, Rapper হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। ডেভিয়াঙ্গে বারে নামের একটি Rap Song এর মাধ্যমে শ্রীলঙ্কায় রাতারাতি ভাইরাল হয়েছিলেন ইয়োহানি। বর্তমানে তাঁকে Rap Princess-ও বলা হয় শ্রীলঙ্কায়।
নিজের ‘টাফ অ্যান্ড রাফ, ইয়েট সফিস্টিকেটেড’ অবতারের জন্য জিতেছেন অনেক ভক্তের মন। পপ হিটসকে অনন্যভাবে পরিবেশনের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন শিল্পী। পেটাহ এফেক্ট নামের রেকর্ড লেবেল তাঁকে প্রথম কাজের সুযোগ দিয়েছিল। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডে’ সিলভা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ‘মানিকে মাগে হিঠে’ গানটি শ্রীলঙ্কার গান। সে দেশের অন্যতম শিল্পী সাথীসান রথনায়কে এবং ইয়োহানির ডুও সেটি।
ম্যানিকে মাগে হিতে – আমার হৃদয়ের মণি,
মোদু্ এ নুরা হাংগুমে ইয়াবি,অ্যাবি লেবি – হৃদয়ের উৎসাহি চিন্তা গুলো আগুনের মত জ্বলতেছে,
নেড়িয়ে নুম্বে নাগে, মাগে নিন নেহা মেহা ইয়াবি,সিহি বেবি – তার শরিরের গঠন আকৃতি আমার চোখ বন্ধ করতে দেয়না,
মা হিতা লাঙ্গমা দেবাতেনা – মা একটা বিয়ে দে না,
উরু প্রমেকে প্যাটেলনা – আমি কারো প্রেমে পড়ে গেছি,
উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা – তুমি দেবীর মত আমার মন খুশি করে ভরিয়ে দাওনা,
হিতা লাঙ্গমা দেবাতেনা – একটা বিয়ে দে না,
উরু প্রমেকে প্যাটেলনা – আমি কারো প্রেমে পড়ে গেছি,
উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা – তুমি দেবীর মত আমার মন খুশি করে ভরিয়ে দাওনা,
হিতা লাঙ্গমা দেবাতেনা – একটা বিয়ে দে না,
উরু প্রমেকে প্যাটেলনা – আমি কারো প্রেমে পড়ে গেছি,
উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা – তুমি দেবীর মত আমার মন খুশি করে ভরিয়ে দাওনা,
হিতা লাঙ্গমা দেবাতেনা – একটা বিয়ে দে না,
উরু প্রমেকে প্যাটেলনা – আমি কারো প্রেমে পড়ে গেছি,
উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা – তুমি দেবীর মত আমার মন খুশি করে ভরিয়ে দাওনা,
ম্যানিকে মাগে হিতে – আমার হৃদয়ের মণি,
মোদু্ এ নুরা হাংগুমে ইয়াবি অ্যাবি লেবি – হৃদয়ের উৎসাহি চিন্তা গুলো আগুনের মত জ্বলতেছে,
নেড়িয়ে নুম্বে নাগে
মাগে নিন নেহা মেহা ইয়াবি,
সিহিবেবি – তার শরিরের গঠন আকৃতি আমার চোখ বন্ধ করতে দেয়না,
মা হিতা লাঙ্গমা দেবাতেনা – মা একটা বিয়ে দে না,
উরু প্রমেকে প্যাটেলনা – আমি কারো প্রেমে পড়ে গেছি,
উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা – তুমি দেবীর মত আমার মন খুশি করে ভরিয়ে দাওনা,
হিতা লাঙ্গমা দেবাতেনা – একটা বিয়ে দে না,
উরু প্রমেকে প্যাটেলনা – আমি কারো প্রেমে পড়ে গেছি,
উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা – তুমি দেবীর মত আমার মন খুশি করে ভরিয়ে দাওনা,
ম্যানিকে মাগে হিতে – আমার হৃদয়ের মণি,
মোদু্ এ নুরা হাংগুমে ইয়াবি অ্যাবি লেবি – হৃদয়ের উৎসাহি চিন্তা গুলো আগুনের মত জ্বলতেছে,
4 Comments