একসাথে ৫টি স্যাটেলাইট মহাশূন্যে পাঠালো চীন - Sironam Tv

একসাথে ৫টি স্যাটেলাইট মহাশূন্যে পাঠালো চীন

একসাথে ৫টি কৃত্রিম উপগ্রহ মহাশূণ্যে পাঠালো চীন। শনিবার দেশটির তাইয়ুহান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোঁড়া হয় স্যাটেলাইটগুলো।

স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ উৎক্ষেপণ করা হয় জিলিন-ওয়ান জিরো ওয়ান বি, জিংশিদাই-টেন এবং তিনটি জিলিন-ওয়ান নামের স্যাটেলাইট বহনকারী রকেট।

এরমাধ্যমে ৩৭৬তম অভিযান পরিচালনা করলো চীনের লংমার্চ রকেট সিরিজ। সাধারণতঃ আবহাওয়া, দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রসীমার ওপর নজরদারি এবং শত্রুপক্ষের আক্রমণের ব্যাপারে জানান দিতেই ব্যবহৃত হয় এসব স্যাটেলাইট।

মাইনউদ্দিন সোহেল

আমি বর্তমানে একজন কন্টেন্ট রাইটার ও গ্রাফিক্স ডিজাইনার। আমি (২০১৪-১৫) সেশনে এইচএসসি ও (২০১৭-১৮) সেশনে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করি। পরবর্তীতে শখের বশে গ্রাফিক্স ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button