জামা দে, আমার কেনো হুশ নেই কিন্তু ফেসবুক লাইভের কথা ভুলেনি পরীমনি

জামা দে, আমার কোনো হুশ নেই কিন্তু ফেসবুক লাইভের কথা ভুলেনি পরীমনি

গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। আজ দুপুরে তার বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘেরাও করলে তিনি লাইভে এসে চিৎকার শুরু করেন। এ সময় তাকে এতটাই আতঙ্কিত দেখাচ্ছিল, তিনি অন্য কোনো জামা পরারও সুযোগ পাননি তিনি। ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানা গেছে। বিকেল চারটার পর এই অভিযান শুরু হয় বলে জানা যায়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

চিত্রনায়িকা পরীমনি আটক

বুধবার বিকালে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে প্রথম দিকে নায়িকা র‍্যাবকে সহযোগিতা করেননি। পরে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়েছে। পরে তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়। 

পরীমনি
পরীমনি – ছবি: সংগৃহীত

বুধবার দুপুরে নিজ বাসা থেকে ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, তার বাসার দরজায় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে হাজির হয়েছেন। যারা নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছেন। বেশ কিছুক্ষণ লাইভে থাকার পর তার এক সহযোগী তাকে জামা পরিয়ে দেন। এসময় পরীমনি বলেন, ‘আমার কোনো হুশ নেই। কী হচ্ছে আমি জানি না। তোরা এসব খেয়াল রাখবি না? জামা দে।

আরও পড়ুনঃ পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাবের একটি দল। বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযান চলার সময় পরীমনি ফেসবুক লাইভে এসে জানান, তিনি আতঙ্কিত। তার বাসায় কে বা কারা প্রবেশের চেষ্টা করছে। শুরুতে র‌্যাবের দলটিতে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে অবশ্য র‌্যাব সদস্যরা পরীমনির বাসায় প্রবেশ করে অভিযান শুরু করেন। পরীমনিকে আটকের পর র‌্যাব সদস্যরা জানান, অভিযানে তার বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

এর আগে লাইভে পরীমনি বলেন, শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে।যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলবো।

https://www.youtube.com/watch?v=Cg5Wu3jnkc4
পরীমনির ফেসবুক লাইভ

মাইনউদ্দিন সোহেল

আমি বর্তমানে একজন কন্টেন্ট রাইটার ও গ্রাফিক্স ডিজাইনার। আমি (২০১৪-১৫) সেশনে এইচএসসি ও (২০১৭-১৮) সেশনে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করি। পরবর্তীতে শখের বশে গ্রাফিক্স ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button