স্ট্যাটাস

বাংলা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন | Facebook Status Caption 2024

বাংলা ফেসবুক স্ট্যাটাস – Bangla Facebook Status | বর্তমান পৃথিবীতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক সবচেয়ে বড়। পৃথিবীব্যাপী ফেসবুকের প্রায় ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। অন্যদিকে, গ্লোবাল ডেটা ফার্ম স্ট্যাটিস্টের তথ্যমতে, ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৪৭ লাখ।

মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম। তাই বিশাল এই জনসমুদ্রের কাছে নিজের মানসিকতার প্রকাশ ঘটাতে প্রয়োজন আকর্ষণীয় ফেসবুক স্ট্যাটাস। তাই বাছাই করা সেরা ও আকর্ষণীয় সেরা ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন সমূহ তুলে ধরা হলো এই লেখাতে।

ফেসবুক চালায় না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। বিভিন্ন সময় অনেকেই ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন (facebook caption bangla) ইত্যাদি খুঁজে থাকে কিন্তু প্রয়োজন মতো খুঁজে পায় না এখানে বাছাই করা সব বাংলা ক্যাপশন পাবেন। ফেসবুক থেকে পোস্ট করার জন্য বিভিন্ন ভাগে ভাগ করে আজকে আমরা কিছু সেরা ক্যাপশন নিয়ে হাজির হয়েছি।

ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন | ফেসবুক স্ট্যাটাস বাংলা

(১) ঘুম থেকে উঠে দেখি দিন শেষ ,,,

আবার ঘুমাতে গিয়ে দেখি রাত শেষ।”

(২) “সারা রাত গভীর ঘুমের সুখ পাওয়া এতোটাও সহজ নয় !!!

কারন মনে প্রশান্তির জন্য সারাদিন সততার সাথে জীবনযাপন করতে হয়।”

(৩) “সারাজীবন বইতে পড়লাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে!!!

আজকে জর্দা দিয়ে ১টি পান খেয়ে দেখি,- পৃথিবী আমার চারদিকে ঘোরে!!”

(৪) “যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও , শূন্য থেকে শুরু করতে পারে,,,;;;

তাদেরকে কখনো কেউ হারাতে পারে না!”

(৫) “একটা মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়!!!

ঠিক তেমনি সুখ ভাগ করলেও কমে না বরং বাড়ে!!”

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

বাংলা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

(৬) “বেপর্দা নারী যদি নায়িকা হতে পারে ,,,

তাহলে সকল পর্দাশীল নারীরা ইসলামের শাহাজাদী।”

(৭) “দুঃখ একটি উপহার !!!

এর মধ্যে লুকিয়ে আছে মহান আল্লাহর করুণা।”

(৮) “যখন দোয়া করা অভ্যাসে পরিণত হয়, 

তখন সফলতা একটি জীবনধারায় পরিণত হয়।”

(৯) “গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে ;;; 

ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে আমাক !!!

তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।”

(১০) “ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায় !!!

ফিরে আসুন রবের ভালোবাসায়।”

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

(১১) ❥••••প্রতিটি༎༎মানুষই༎༎হাসতে༎༎চায়

༎༅༎কান্না༎༅༎ছাড়া

❥••••কিন্তু༎༎রংধনু༎༎কি༎༎দেখা༎༎যায়

༎༅༎বৃষ্টি༎༅༎”ছাড়া

(১২) ༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥༊᭄জোর করে কাউকে আটকে রাখা যায়না༊᭄❥┼─༊

ღ●───༊,༊᭄,যে থাকার জন্য আসে,”❥┼─༊

ღ●───༊”༊᭄সে কখনো যাওয়ার কথা বলে না।༊᭄●───

(১৩) ︵❝།།

❥┈•༏༏༏❝যে-তোমার জন্য তৈরি হয়েছে~

༊❝দিন শেষে সে তোমার কাছে আসবেই༆᭄

ইন শা আল্লাহ

❝শুধু-ধৈর্যের প্রয়োজন…..!!

(১৪) •••⊰❂⊱

✿কারো!!কাছে!!নান্টু!!ঘটকের!!নাম্বার!!আছে!!

~অল্প!!বয়সে!!বিয়া!!করে!!জীবনডা!!শেষ!!করে!!দিতাম!!আর!!কি……?

(১৫) •••༐༐প্রিয়༐༐•••

❝যাকে༐༐অন্যের༐༐পাশে༐༐

༐༐༐༐༐༐ দেখতে ༐༐কষ্ট༐༐❞ ❝হয়༐༐তাকে༐༐নিজের༐༐ পাশে༐༐ যত্ন༐༐কারে༐༐❞রাখতে ও┇┇┇

জানতে হয়┇┇┇

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

(১৬) ✓✓“সব ছেলেরাই মেয়ে দেখলে ভাব ধরে না !!!

কিছু ছেলে মেয়ে দেখলে মাথাও নিচু করে।”✓✓

(১৭) “ফর্সা হওয়ার চেষ্টা তো ঐদিনই ছেড়ে দিয়েছি !!! 

যেদিন শুনেছি কালা পোলারা সুন্দরী বউ পায়।”

(১৮) “বাবার নামে ফেসবুক ID খুলে,,, বাবার বন্ধু কে মেসেজ দিয়েছি ;;;, 

কিরে তোর মেয়ে দেখতে তো মাশাল্লাহ! আমার ছেলের সাথে বিয়ে দিবি?”

(১৯) “জীবনে চলার পথে হঠাৎ রাস্তায় গাড়ি না পেলে — মোবাইল থেকে GP সিমটি খুলে পায়ের নিচে দিয়ে বলবেন- চলো বহুদূর।”

(২০) “দামি মেকাপ করে, ফর্সা হইবা !!! 

আর বিয়ের পর Baby কালো হলে বলো —

বাপের মতো হইছে।***

ইয়ার্কি পাইছো?”

সুন্দর ফেসবুক স্ট্যাটাস

(২১) “জীবনে যত বেশি প্রত্যাশা, তত বেশি হতাশা।

চাহিদা যত কম থাকবে, জীবন ততই সুন্দর হবে।”

(২২) “সকল মেয়েরা প্রেম নিয়ে নাটক করেনা !!!

কিছু কিছু মেয়েরা প্রেম নিয়ে শর্ট ফিল্মও করে।”

(২৩) “দাদার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি সব বাড়িই দেখা শেষ!!!

এখন শুধু শ্বশুর বাড়িটাই দেখা বাকি আছে!!”

(২৪) “অপেক্ষা করুন, ধৈর্য ধরুন,,,

আপনার জীবনে অবশ্যই ভালো কিছু আসবে!!!>>

এই কথা বিশ্বাস করুন।”

(২৫) “কেউ যদি আপনাকে ভালো না বাসে, তাতে মনে কোন কষ্ট রাখবেন না,,,

বরং মনে রাখবেন কেউ না কেউ অবশ্যই •••>! আপনার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে!!!”

নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

(২৬) ❥•••• আমার হাসির কারন হওয়ার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা স্ত্রী!!!

আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি,,,

কথা দিলাম সারাজিবন তোমার পাশেই থাকবো,,, ঈন-শা-আল্লাহ।”

(২৭) ❥•••• পরিস্থিতি যেমনই হোক না কেন,,,

আমি তোমার হাত ছাড়বো না এবং আমাদের বিয়ের ১ম বছরের মতোই চিরকাল তোমার পাশে থাকবো, ঈন-শা-আল্লাহ।”

(২৮) ❥•••• আজকের এই দিনেই জন্ম জন্মান্তরের জন্য তুমি এসেছিলো আমার জীবনে !!!

এক অজানা সুতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমরা দুজন।

শুভ বিবাহ বার্ষিকী।

(২৯) ❥•••• তোমাকে পাওয়ার খুশি আমি কিভাবে যে তোমাকে বুঝাবো,,, আমি তা জানিনা।

তোমাকে আমি আমার হৃদয়ের মণিকোঠায় রেখেছি,, সারা জীবন রাখবো, ঈন-শা-আল্লাহ।

তোমাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।”

(৩০) ❥•••• পৃথিবীর সবচেয়ে চমৎকার সম্পর্ক হলো স্বামি-স্ত্রীর সম্পর্ক। সৃষ্টিকর্তা কতই না সুন্দর করে এই সম্পর্কটি গড়ে তুলেছেন। আজকের এই সুন্দর দিনের শুভক্ষণে,,, আমাদের বিবাহ বার্ষিকীর জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা,,,

ওহে প্রিয়তমা।”

অবাক করা ফেসবুক স্ট্যাটাস

(৩১) “সত্য আর মিথ্যার মধ্যে বর্তমানে মিথ্যাটা ক্রমশ সহজ হয়ে যাচ্ছে। !!!>>

আর মানুষ সবসময়ই সহজ পথটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে।”

(৩২) “কিছু মানুষ আছে, যারা ছ্যাকা-ট্যাকা কিছুই খায় না >>>

হুদাই স্যাড পোষ্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে।”

(৩৩) “বিরিয়ানিতে বিড়ি নাই,,, মুড়িঘণ্টতে মুড়ি নাই,,,

গরম মসলায় গরম নাই।

কি যে একটা অবস্থা।”

(৩৪) “জানিনা মানুষ কিভাবে গার্লফ্রেন্ডকে মনের কথা বুঝায়!!! 

আমি তো নাপিত আর দর্জিকেও আমার মনের কথা বুঝাতে পারিনা।”

(৩৫)

“জীবনে লুঙ্গিটাও আমার আপন হলো না !!!>>

ঘুম থেকে উঠে দেখি লুঙ্গিটাও কাছে নাই।”

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

(৩৬) “ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতার !!

ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতার !!

মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলার !!

পিপীলিকা থেকে শিক্ষা নাও কাজ করার !!

মোরগ থেকে শিক্ষা নাও খুভ ভোরে ঘুম থেকে উঠার !!

জীবন সুন্দর হয়ে উঠবে, ঈন-শা-আল্লাহ।”

(৩৭) “যদি মনে কর তুমি পারবে,, কিংবা যদি মনে কর তুমি পারবেনা,,,

উভয় ক্ষেত্রেই তোমার বিশ্বাসটা সঠিক।”

(৩৮) “জীবনে অনুশোচনা করা ছেড়ে দিন !!

বরং এমন কিছু করুন,,, যাতে করে যারা আপনাকে ছেড়ে চলে গেছে >>

তারা যেন আফসোস করে।”

(৩৯) “বুদ্ধিমান লোকেরা শুধুমাত্র জরুরী কাজেই তার জীবন ব্যয় করে।”

(৪০) “বিদ্যা সহজ,,, কিন্তু শিক্ষা কঠিন

বিদ্যা আবরণে, আর শিক্ষা আচরনে।”

(৪১) “কোন এক বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন >>-

ঘুষ নেওয়াটা অন্যায়।

কিন্তু বাঙালি ভেবেছিল- ঘুষ নেওয়াটা অন্য আয়।”

(৪২) “জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে, যার উত্তর কখনও মিলেনা ,,,,

কিছু কিছু ভুল থাকে, 

যা শোধরানো যায়না ,,,, 

আর কিছু কিছু কষ্ট থাকে,

যা কাউকে বলা যায়না।”

আবেগি ফেসবুক স্ট্যাটাস

(৪৩) “পৃথিবীর খারাপ মানুষগুলো ভাল মানুষ সাজার অভিনয়টা এমন নিখুতভাবে করতে পারে >>!

যেটা সত্যিকার ভালো মানুষদেরকেও দৃশ্যের আড়াল করে দেয়।”

(৪৪) “যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!”

(৪৫) “অধিকাংশ মানুষ বলতে চায়, কিন্তু শুনতে চায় না !!! 

যারা শুনতে চায়, তারা বোঝতে চায় না !!! 

আর যারা বোঝতে চায় তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না।”

(৪৬) “তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো, সেটা কাউকে বুঝতে দিও না !!!

কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।”

(৪৭) “সেই ছেলে গুলাই ছ্যাচড়া হয় ,,,

যারা মেসেজ সিন হওয়ার পরও রিপ্লে না পেয়ে >>>

আবারো মেসেজ দেয়।”

(৪৮) “প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে,,,

মানুষ যত্ন করতে ভুলে যায়!”

নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

(৪৯) “অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে, সেই  অপেক্ষা করবেন না !!!

নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে।”

(৫০) “ঝগড়া নয় !!!

কখনো কখনো চুপ থেকেও >> নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়।”

(৫১) “নিজের মতো থাকতে শেখো;;; ভালো থাকবে!!!

কারো মনের মতো হতে যেওনা ;;;;

তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছো।”

(৫২) “নিজেকে এমন ভাবে তৈরি করো,,,

যে পাবে সে গর্ব করবে >>

আর যে হারাবে সে আফসোস করবে!”

(৫৩) “যে নিজের দূর্বলতা আড়াল করতে গিয়ে !!>>

নিজেকেই আড়াল করে ফেলে সে ভীতু, কাপুরুষ।”

মজার ফেসবুক স্ট্যাটাস

(৫৪) “বেশি মোবাইল চালালে নাকি চোখ খারাপ হয়ে যায় !!!

এর জন্যই আমি সারাদিন শুধু একটাই মোবাইল চালাই।”

(৫৫) “জীবনে কেউ কারো আপন না !!!

ঘুম হতে উঠে লুঙ্গিটারেও নিজের কোমরে পাই না।”

(৫৬) “দুটো চকলেট কিনছি একটা আমি খাবো,,,

আর একটা কিছুক্ষণ পরে আমিই খাবো।”

(৫৭) “লাইটের মধ্যে আব্বুর নাম লেইখা দিছি !!!

মোট কথা যেভাবেই হোক আব্বুর নাম উজ্জ্বল করতে হবে।”

(৫৮) “কষ্ট দেওয়ার একটা লিমিট আছে!

বৌ-ভাত এসে দেখি ভাত দেয় >>!! কিন্তু বউ দেয় না?”

শুভ জন্মদিন ফেসবুক স্ট্যাটাস

(৫৯) “সুন্দর ও প্রাণবন্ত হোক তোমার আগামীর প্রতিটি সূর্যদয়।

চন্দ্রের আলাতে উদ্ভাসিত হোক তোমার জীবনের প্রতিটি মুহূর্ত।

দোয়া করি সততা, সাহসিকতা ও বুদ্বিমত্তা দিয়ে আরো সামনে এগিয়ে যাবে।”

“শুভ জন্মদিন”

(৬০) “একটি একটি করে দিন কাটছে,

শেষ হচ্ছে জীবনের পথ চলা।

তবুও আজও আছিস তুই সেই আগের মতোই

বন্ধু হয়ে আমার সেরা।”

“শুভ জন্মদিন প্রিয় বন্ধু”

(৬১) “রাগ করোনা লক্ষী সোনা,

আছি একটু দূরে,,,

তাই বলে কি বিশেষ দিনটা,

যাব আমি ভুলে!

হাজারো ব্যস্ততার মাঝে

তুমিই আমার প্রশান্তি,,,

তাইতো জেগে বসে আছি

রাত বারোটা অবধি।”

“শুভ জন্মদিন প্রিয়তমা”

(৬২) “তুই আমার সেই বন্ধু যে মুখ দেখেই

বলতে পারিস মনের খবর।

আসলেই তোকে ছাড়া আমার জীবন অচল। সারাজীবন এভাবেই পাশে থাকিস।”

“শুভ জন্মদিন বন্ধু”

(৬৩) “তোর জন্য ভালোবাসা আর হৃদয়ে থাকা লক্ষ গোলাপ জুই,

শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই।”

“শুভ জন্মদিন বন্ধু”

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস

(৬৪) “অপরিচিত থেকে পরিচিতিতে, আপনি থেকে তুমিতে,,,

এই ভাবেই ধীরে ধীরে আজ তুমি বাঁচার একমাত্র উপায় হয়ে গেছ।”

(৬৫) “স্বপ্নের রানী ,রূপের রানী কোথায় তুমি যাও?

তোমার সাথে সঙ্গী করে,,,,,, আমায় নিয়ে যাও.

কি সুন্দর হাসি তোমার,,,,, যেন মায়া ভরা,

তোমায় পেলে সত্তি আমি,,,,,,, হব দিশেহারা।”

(৬৬) “হারিয়ে যেতে দাও বলেই-!!

আমি হারিয়ে জাই–!!

-!হৃদয় দিয়ে আগলে রাখলে-!

’হারিয়ে যাওয়ার সাধ্য আমার নাই-!!”

(৬৭) “প্রেম হলো হাজারো কবিতার চরন গুলি,,,,, প্রেম হলো শিল্পির আঁকা রংতুলি,

প্রেম হলো সুদুর আকাশের তারা গুলি,,,,, প্রেম হলো আমাবস্যার রাতে জোসনা পাওয়া,

প্রেম হলো অন্ধবিশ্বাসে তোমার কাছে জাওয়া,.,,,, প্রেম হলো অভিমানি হয়ে একটু বসে থাকা।”

(৬৮) “একটা কথা বলি তোমায়,,,,,,, শোনো কানে কানে

সারা জীবন সারাক্ষন,,,,,,,, থাকো আমার প্রাণে

ভালোবাসা কেনো এমন হয়,,,, তোমার আশায় কেন মন পড়ে রয়। 

শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়—– আই লাভ ইউ।”

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

(৬৯) “প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি ,,,

প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ,,,

ভালবাসা কি ভীষণ প্রতারক >> হৃদয় ভেঙেছে যার সেই জানে।”

বাংলা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন | Facebook Status Caption 2024

(৭০) “চোখেতে কথা মুখেতে হাসি,,,,, মন বলে শুধু তোমায় ভালোবাসি।

হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি একো।

স্বপ্নগুলো দিলাম তাতে,,,,,,, আরও দিলাম আশা

মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা।”

(৭১) “আবার গাঙ্গে আসবে জোয়ার ,,, দুলবে তরী রঙ্গে !!!

সেই তরীতে হয়তো কেহ ,,, থাকবে তোমার সঙ্গে !!!

দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে ,,,

এক তরীতে ছিলে সাথে !!

এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার ;;!!

এমনি আধার তেমনি তরী ছুটবে বুঝবে সেদিন বুঝবে।”

(৭২) “আমি হাজার বছর ধরে তোমারি অন্তরে প্রেমের শিখা হয়ে জ্বলতে চাই!!!

শুধু একটি কথা মনে রেখো, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নাই।”

(৭৩) “আমি সবকিছুর ভাগ দিতে রাজি আছি!!!!!! শুধুমাত্র তোমার ভাগটা >>> কাউকে আমি দিতে পারবো না,,,

তুমি শুধু আমার।”

সিঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

(৭৪) “বিয়ের ফুল ফোটানোর জন্য >>

মাটিতে কোন সার ব্যবহার করবো?

অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি। !!!”

(৭৫) “কেউ অবহেলা করলে ,, তার প্রতি কোন অভিযোগ না রেখে ,, নিরবে তাকে ভুলে যান।

এটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ।”

(৭৬) “আমি সিঙ্গেল নই, আমি একটি দীর্ঘ-দূরত্বের সম্পর্কের মধ্যে আছি !!!

কারণ আমার বান্ধবী ভবিষ্যতে বাস করে।”

(৭৭) “সিঙ্গেল থাকার অর্থ এই নয় যে ,,,

আমি প্রেম সম্পর্কে কিছুই জানিনা না। 

কখনও কখনও, ভুল ব্যক্তির চেয়ে 

একা থাকা বুদ্ধিমানের কাজ।”

(৭৮) “মোবাইল টিপবো এমবি নাই..

~~ চ্যাট করার মানুষ নাই..

~~ একটু শান্তিতে ঘুমাবো কারেন্ট নাই..

~~ আমাদের সিঙ্গেলদের কি পৃথিবীতে শান্তিতে থাকার অধিকার নাই।”

ফেসবুক স্ট্যাটাস ছবি

ফেসবুক স্ট্যাটাসে আমরা অনেকেই স্ট্যাটাস সম্মিলিত ছবি ব্যবহার করে থাকি। যে সকল স্ট্যাটাস নিজে থেকে লিখে প্রকাশ করা অপ্রীতিকর মনে হয়, সেগুলোর ক্ষেত্রে ফেসবুক স্ট্যাটাস ছবি ব্যবহার করা যায়। অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষদের কাছে ফেসবুক স্ট্যাটাসের থেকে ফেসবুক স্ট্যাটাস ছবির লেখাটি বেশি প্রাধান্য পায়। 

অন্য একটি আমরা ফেসবুক স্ট্যাটাস ছবি নিয়ে আলোচনা করবো । যা আপনাদের অনেক উপকারে আসবে।

আরও পড়ুন: গুগল ম্যাপস থেকে ইনকাম করার ৫টি সহজ উপায়

উপরোক্ত আর্টিকেলে ব্যবহৃত ফেসবুক স্ট্যাটাস ছবি গুলো ইউনিক এবং সেরা। আপনি এগুলো ডাউনলোড করে সরাসরি ব্যবহার করতে পারবেন।

শেষকথা

উপরোক্ত আর্টিকেল বাছাই করা সেরা ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন গুলো লিপিবদ্ধ করা হয়েছে। ক্যাপশন এবং স্ট্যাটাসের পাশাপাশি এ সম্পর্কিত ফেসবুক স্ট্যাটাস পিকচার গুলোও আপনার আইডিতে পোস্ট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button