বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে এক রোগীর মৃত্যু
রাজধানীর বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে এক রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এ ধারণার বিষয়টি জানিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের পরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এরআগে ভারতফেরত ব্ল্যাকফাঙ্গাসে আক্রান্ত সন্দেহভাজন দুজন রোগী রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন।শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।
হাসপাতালটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। প্রসঙ্গত, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে এ পর্যন্ত ৮ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্ত প্রায় ৫০% মানুষ মারা যাচ্ছে। আর বেঁচে গেলেও চোখ অপসারণ করতে হচ্ছে।
বিশেষ করে ডায়াবেটিস রয়েছে, এমন রোগীদের এই ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীদের স্টেরোয়েড চিকিৎসার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের যোগসূত্র রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।