সুলতানার স্বপ্ন একজন নারী উদ্যোক্তার স্বপ্ন

সুলতানার স্বপ্ন একজন নারী উদ্যোক্তার স্বপ্ন

সুলতানার স্বপ্ন নিয়ে ফাহমিদা সুলতানা

স্বপ্ন যদি হয় আকাশ ছোঁয়া তাতে দোষের কিছু নেই। কারন একটা স্বপ্নই মানুষকে নতুন কিছু ভাবতে শেখায়। যার স্বপ্ন যত বড় সে ততো বড় হবে কথাটি এমনও নয়। ঘুমিয়ে ঘুমিয়ে বড় স্বপ্ন দেখলে যেমন স্বপ্ন পূরণ হবে না, স্বপ্ন অনুযায়ী কঠোর পরিশ্রম না করলেও স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ইতিহাস দেখলেই বুঝা যায় যে, পৃথিবীতে যত সফল ব্যক্তিরা বেশির ভাগই ছোটবেলা থেকেই মনে লালন করেছিলেন আকাশ ছোঁয়া স্বপ্ন। শুধু তাই নয় অধিকাংশই উঠে এসেছেন গরিব- মধ্যবিত্ত পরিবার থেকে।তাদের একমাত্র আস্থা ছিল কঠোর পরিশ্রম আর সাধনা। আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে আসা যাক।

উদ্যোক্তা হওয়ার সুপ্ত মনবাসনা সবার ভেতরেই কম বেশী জাগে। কারন কেউ চায় না অন্য কারও অধীনস্থ্য হিসেবে কাজ করতে। অন্যকারও হুকুম তামিল করতে। কিছু উদ্যোক্তা হওয়ার মত সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি নিয়ে সফলতা পায় এমন মানুষও খুব বেশী নয়। নানা প্রতিবন্ধকতায় আটকে যায় উদ্যোগগুলো। দেশে এখন ১০ হাজারের বেশি এফ-কমার্স সাইট আছে। এদের অনেকেই মেয়ে। মেয়ে বলেই তাদের ব্যাপারে ব্যাংক-বীমা-মিডিয়ার আগ্রহ কম। তাছাড়া বড় অংশ অতিক্ষুদ্র উদ্যোক্তা। অনেকেই বাসায় থেকে এ কাজ করেন। আমাদের দেশে চট করে ইকো সিস্টেম দাড়ায় না। ফলে নানা রকম ঝামেলা থাকেই। আজকে আমি আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব, যে কিনা জীবনের শত বাঁধা ও নিন্দা উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছে তার এফ-কমার্স ব্যবসা।

সুলতানার স্বপ্ন নিয়ে ফাহমিদা সুলতানা
সুলতানার স্বপ্ন নিয়ে ফাহমিদা সুলতানা

ফাহমিদা সুলতানা তানিয়া জন্ম ১৯৯২ সালে অজোপাড়া এক গ্রামে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স -মাস্টার্স করার পরে দেখা মিলছে না কোন সরকারি চাকরীর। চাকরীর পেছনে দৌড়াতে দৌড়াতেই যেন হতাশ। কিন্তু বাবা-মায়ের ইচ্ছারতো আর শেষ নেই। এভাবেই ২০১৭ সালে একদিন বিয়ে হয়ে যায় ফাহমিদা সুলতানা তানিয়ার। তার স্বপ্ন যেন আরও কঠিন হয়ে গেল। শুরু হয়ে গেল সংসার জীবন। কিন্তু ফাহমিদা সুলতানা তানিয়া তিনি হাল ছাড়েননি। মনে মনে চিন্তা করেন একজন উদ্যোক্তা হওয়ার । সেই সুবাদেই তিনি শুরু করেন তার উদ্যোক্তা হওয়ার যাত্রা।

সুলতানার স্বপ্ন এফ-কমার্স

উদ্যোক্তা হওয়ার শুরুটা এতটা সহজ ছিল না। কারণ তিনি চেয়েছিলেন অনলাইনে ব্যবসা করতে। কিন্তু ব্যবসা করার জন্য প্রয়োজনীয় অর্থও মজুদ ছিল না তার কাছে। তার কঠোর মনোবলের কারনে ধার- কর্য করেই শুরু করেন তার এফ-কমার্স ব্যবসা সুলতানার স্বপ্ন। এভাবেই হাঁটি-হাঁটি পা পা করেই দিন দিন এগিয়ে যাচ্ছে সুলতানার স্বপ্ন।

সুলতানার স্বপ্ন একটি বিশ্বস্ত এফ-কমার্স ব্যবসা প্রতিষ্টান। সুলতানার স্বপ্ন প্রতিষ্টার মূল লক্ষ ছিল সার্ভিস প্রদানে কাস্টমারকে খুশি করা। সুলতানার স্বপ্ন ফেইসবুক পেইজের অধিকাংশ কাস্টমার ছিল মহিলা। কারন ফাহমিদা সুলতানা তানিয়ার স্বপ্ন পূরণে ক্রেতাই একমাত্র ভরসা। Sultana’s Dream নামক এই গ্রুপ শুধু কাস্টমারকে সহযোগিতা করার জন্য তৈরি করা হয়েছে। প্রথম অবস্থায় সুলতানার স্বপ্ন লেডিস প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এবং তিনি এক বছরে ১,৫০,০০০৳ টাকার উপরে পণ্য বিক্রি করতে সক্ষম হন। সবচেয়ে বড় কথা হলো এখন পর্যন্ত সুলতানার স্বপ্ন ফেইসবুক পেইজের পণ্য নিয়ে কোন খারাপ মন্তব্য নেই। চাইলে আপনি এক্ট পণ্য কিনে দেখতে পারেন।

সুলতানার স্বপ্ন ফেইসবুক পেইজের যাত্রা শুরু হয় ২০২০ সালের ৯ জুন তারিখে। এরই মধ্যে কুড়িয়েছে দেশের অনেক সুনাম। ব্লক প্রিন্ট, তাঁত, জামদানি, সুতি ইত্যাদি বিভিন্ন ধরনের কাপড় নিয়ে শুরু করা ফাহমিদা সুলতানা তানিয়ার সুলতানার স্বপ্ন ফেইসবুক পেইজ। Sultana’s Dream নামক এই গ্রুপ থেকে আপনি সুলতানার স্বপ্ন ফেইসবুক পেইজর সকল সুবিধা- অসুবিধার কথা আলোচনা করতে পারেন। বর্তমানে ফাহমিদা সুলতানা তানিয়া এফ-কমার্সে একজন সফল ব্যবসায়ী। আপনাদের দোয়া সাথে থাকলে তিনি তার স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন।

সুলতানার স্বপ্ন একজন সফল ব্যবসায়ীর স্বপ্ন

সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কখনও কাজ সম্পূর্ণ করতে অলসতা করেন না। তাদের হাতে যখন কোনো কাজ থাকে, তখন তারা দিন-রাত তাদের সম্পূর্ণ শ্রম এবং মেধা দিয়ে কাজটি পরিপূর্ণ করে থাকেন। কাজের ক্ষেত্রে তাদের কাছে অন্য সবকিছু গুরুত্বহীন মনে হয়। এ পরিশ্রম এবং অধ্যবসায় তাদের ব্যর্থদের থেকে আলাদা করে থাকে।

কখনোই ‘না’ বলা যাবে না: সফল উদ্যোক্তারা জানেন যে তাদের পক্ষে কী করা সম্ভব এবং কী করা সম্ভব নয়। তাই অন্যরা যখন কাজের ভয়ে না বলেন বা পারবেন না বলে কাজ পাওয়ার সুযোগ হাতছাড়া করেন সফল ব্যক্তিরা তাদের সবকিছু বিবেচনা করেই সুযোগকে হ্যাঁ বলেন। এর ফলে ক্লায়েন্টদের কাছে অন্য সবার থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠেন আলাদা। অনেক সময় ক্লায়েন্টরা অন্য কাউকে না খুঁজে সরাসরি সফল ব্যবসায়ীদের আর কাজ করার এবং আরও আয় করার সুযোগ দিয়ে থাকেন। উদাহরন হয়ে থাকবে সুলতানার স্বপ্ন বা ফাহমিদা সুলতানা তানিয়া।

মাইনউদ্দিন সোহেল

আমি বর্তমানে একজন কন্টেন্ট রাইটার ও গ্রাফিক্স ডিজাইনার। আমি (২০১৪-১৫) সেশনে এইচএসসি ও (২০১৭-১৮) সেশনে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করি। পরবর্তীতে শখের বশে গ্রাফিক্স ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখি।

Related Articles

2 Comments

  1. এগিয়ে যাও সুলতানার স্বপ্ন, আমরা তোমার পাশে আছি

  2. ধন্যবাদ।এত সুন্দর উপস্থাপনার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button