অফার

রবি সিমের সকল কোড গুলো দেখে নিন | জেনে রাখুন কাজে লাগবে

রবি সিমের সকল কোড একজন রবি গ্রাহকের জানা খুব প্রয়োজন। কেননা বিভিন্ন সময় আমাদের এ সব কোড ব্যবহার করার প্রয়োজন হয়। কিন্তু একজন মানুষের পক্ষে সব কোড মনে রাখা সম্ভব নয়। তারপরও কিছু কোড ভুলে গেলে বিরুক্তিকর পরিস্থিতি পড়তে হয়।

তাদের কথা চিন্তা করে আমরা আজকে রবি সিমের সকল কোড একসাথে সংযুক্ত করে দিয়েছি। আপনার সমস্যা অনুযায়ী কোড সিলেক্ট করে সমাধান করুন। বর্তমানে রবি নেটওয়ার্ক দেশের সেরা নেটওয়ার্কের স্থান দখল করেছে। এয়ারটেল এবং রবি এক হয়ে দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক অপারেটর হয়েছে।

রবি সিমের সকল কোড | All USSD Codes Robi

রবি সিমের সকল কোড ও সার্ভিস। সকল ধরনের ইউএসএসডি কোড, ব্যালেন্স, মিনিট অফার,রবি এমবি কোড জানুন। আমরা আজকে জানবো রবির সকল কোড, রবি সিমের সকল কোড। রবির সার্ভিস বন্ধ করার কোডগুলোও জানবো।

কাস্টমার সার্ভিস1
মিনিট বান্ডেল চেক*0#
ইমার্জেন্সি ব্যালেন্স বিল চেক*1#
রবি নাম্বার চেক*2#
রবি এমবি চেক কোড*3#
নতুন ইন্টারনেট প্যাক পারচেজ*4#
Popular Vas অ্যাক্টিভ/ডিএক্টিভ*5#
কল রেট জানা*6#
প্রমোশনাল এসএমএস বন্ধ*7#
ইমারজেন্সি ব্যালেন্স নিন*8#
সকল সার্ভিস একত্রে*123#
মেইন ব্যালেন্স চেক*222#
বোনাস ব্যালেন্স চেক*222*1#
এসএমএস চেক*222*11#
ইমারজেন্সি ব্যালেন্স চেক*8811*1#
ইমার্জেন্সি ব্যালেন্স চেক*222*16#
ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস বন্ধ*8811*2#
ঝটপট ইন্টারনেট ব্যালেন্স একটিভ*8811*1*1*1#
ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক*123*3*5#
রবি 4.5 জি এনেবেল আছে কিনা*123*44#
ইন্টারনেট ব্যালেন্স চেক*8444*88#
ইন্টারনেট হেল্প কেয়ার*8444#
কল ওয়েটিং সার্ভিস এক্টিভেট*43#
কল ওয়েটিং সার্ভিস বন্ধ#43#
কল ডাইভার্ট অন*21*Focus Number#
কল ডাইভার্ট ডিএক্টিভ#21#
সকল কল ডাইভার্ট*21*8121#
ডাইভার্ট অফ#21#
ফোন নম্বরে ইনকামিং কল*35*0000#
সার্ভিস নিয়ে কমপ্লেইন158
হেল্প সেন্টার নম্বর123

রবি এক্সিটা লিমিটেড এর ডাকনাম রবি নামেও পরিচিত । গ্রামীণফোনের পরবর্তীতে সর্ববৃহৎ দুই নম্বরে অবস্থিত সিম অপারেটর সার্ভিসটি হলো রবি। রবি সিমের সকল কোডগুলো ও সার্ভিস জানতে নিচে দেখুন। রবি সিমের সকল কোড জেনে নিন।

রবি সিমের সকল কোড
রবি সিমের সকল কোড

রবি কাস্টমার সার্ভিস

প্রয়োজনীয় কাস্টমার সার্ভিস নিতে আপনার ফোনে ১ ডায়াল করে কল দিন ।এতে করে কাস্টমার সার্ভিস থেকে প্রয়োজনে সাহায্য নিতে পারবেন। রবি সিমে ফোন কলে গিয়ে ১ ডায়াল করে বিভিন্ন সার্ভিস সুবিধা ভোগ করতে পারবেন। চলুন রবির সকল ইউএসএসডি কোড গুলো জেনে নেই।

  • রবি ব্যালেন্স চেক কোডঃ *২২২#
  • রবি মিনিট ব্যালেন্স চেক কোডঃ *২২২*২#
  • ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স কোডঃ *১২৩*০০৭#
  • এসএমএস ব্যালেন্স চেক করতেঃ *২২২*১১# 
  • অবশিষ্ট বোনাস ব্যালেন্স চেক করতেঃ *২২২*১#

রবির নিজস্ব প্রয়োজনীয় তথ্য

  • রবি নিজস্ব হেল্প সেন্টার নম্বর: 123
  • অন্যান্য সিম ব্যবহারকারী রবির কাস্টমার হেল্প নিতে ডায়াল: 01819400400
  • রবির কাস্টমার কেয়ার ইমেইল ও জিমেইল ঠিকানা: 123@robi.com.bd
  • রবির নিজস্ব ওয়েবসাইট: https://robishop.com.bd/
  • ফেসবুক পেজ: https://www.facebook.com/robishop.com.bd/
  • রবি শপে কন্টাক্ট এড্রেস: 09610-000888

এই পোস্টে রবি সিমের সকল কোড গুলো জানিয়েছি। আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button