বাংলাদেশের বিপক্ষে অস্ট্রলিয়ার খেলা দেখাতে আগ্রহ না অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রলিয়ার খেলা দেখাতে আগ্রহ না অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল

অস্ট্রেলিয়ার খেলা, দেখা যাবে না অস্ট্রেলিয়াতেই। শুনতে অবাক লাগলেও, এটাই সত্য। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ সম্প্রচারে এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল।
কেনো শুধু বাংলাদেশের বিপক্ষেই অস্ট্রেলিয়ার এত অবহেলা ?

বাংলাদেশকে যেমন কখনো তাদের দেশে সিরিজের জন্য আমন্ত্রণ জানাতে চায় না আবার বাংলাদেশও আমন্ত্রণ জানালে নিরাপত্তাসহ না ইস্যুতে সিরিজ বাতিল করার চেষ্টা।
২০১৬ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়া, ফুটবল বাছাই পর্বেও পাঠানো হয় অনেক জল ঘোলার পরে,, এসব নাকি নিরাপত্তা ইস্যুতে। দীর্ঘ চার বছর পর বাংলাদেশে দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া, তাও কঠিন সব শর্তের বেড়াজালে। খেলা চলাকালীন সময়ে মিরপুরকে একপ্রকার অচল করে দেবে টিম-অস্ট্রেলিয়া।

টাইগারদের উপর একেরপর এক কঠিন শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ছাড়া অন্য কোনো বোর্ড হলে, আদৌ কী মেনে নিতো এই শর্তগুলো ? পাশাপাশি একই কন্ডিশনের দেশ এবং বাংলাদেশের চেয়ে করোনায় অধিক সংক্রমিত দেশ ভারতের বিপক্ষেও কী একই শর্তগুলো দিতে পারতো ক্রিকেট অস্ট্রেলিয়া মাঠে কী এই সাদা চামড়ার অজিদের সঠিক জবাব দিতে পারবে অনার্য টাইগাররা। দেখা হবে মাঠে বাঘ ক্যাঙ্গারুর লড়াইয়ে কে এগিয়ে।

মাইনউদ্দিন সোহেল

আমি বর্তমানে একজন কন্টেন্ট রাইটার ও গ্রাফিক্স ডিজাইনার। আমি (২০১৪-১৫) সেশনে এইচএসসি ও (২০১৭-১৮) সেশনে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করি। পরবর্তীতে শখের বশে গ্রাফিক্স ডিজাইন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button